পোস্টগুলি

অক্টোবর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

ছবি
Microsoft Word ( মাইক্রোসফট ওয়ার্ড ) হচ্ছে মাইক্রোসফট অফিস এর একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার । এর সাহায্যে যে কোন ধরনের ডকুমেন্ট , প্রশ্ন , চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া , ছোটখাট ডিজাইন ও বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয় । অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে । এটির ইন্টারফেস অতি সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালিখির কাজ সম্পন্ন করতে পারেন । So, IT-Vander কর্তৃক প্রদত্ত Bangla Computer School try to describe about Microsoft Word details. Bangla Computer School IT-Vander মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে নিম্নোক্ত কাজ করা যেতে পারে : ১ . ডকুমেন্ট , প্রশ্ন , চিঠিপত্র টাইপ করা । ২ . ছোট - খাট ডিজাইন করা। ৩ . টেবিল অথবা ডায়াগ্রাম তৈরি করা এবং ৪ . ব্যক্তিগত নোট তৈরি করা ইত্যাদি । মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক ধারণাঃ Start> All Programs> Microsoft Office> Microsoft Office Word 2003/2007/2010- এ প্রবেশ ক