পোস্টগুলি

আগস্ট, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরবানি

ছবি
আল্লাহকে খুশী করা এবং তাঁর নির্দেশ পালন করার উদ্দেশ্যে তাঁরই নামে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু যবেহ করাকে উযহীয়্যাহ বা কুরবানি বলে। কুরবানির ইতিবৃত্ত:  আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম গনকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, তাঁদের মধ্যে হযরত ইবরাহীম আ: এর পরীক্ষা উল্লেখযোগ্য ও চিরস্মরণীয়। তাঁর পরীক্ষাসমূহের মধ্যে স্বীয় পুত্র হযরত ইসমাইল আ: কে আল্লাহর উদ্দেশ্যে কুরবানীর নির্দেশ দেয়াই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। সে পরীক্ষায় হযরত ইবরাহীম আ: , ইসমাইল আ: এবং হাজেরা আ: অর্থাৎ গোটা পরিবারটিই আল্লাহর নির্দেশকে যথাযথভাবে পালন করেছেন। আল্লাহর নির্দেশ পালনে তাঁদের জীবনের মায়া-মমতা আদৌ স্থান পায়নি। তাঁরা আল্লাহর অসাধারণ প্রেম-প্রীতি, ভালোবাসা ও আনুগত্যের এক উজ্জল দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে তিনি এ কথা যথাযথভাবে প্রমাণ করেছেন, ‘নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানি, আমার জীবন ও মরণ বিশ্বপালকের জন্যই। ’ (আনআম-162) তাই আল্লাহ তায়ালা তাঁ অন্তরের কুরবানি কবুল করে পুত্র ইসমাইল আ: এর জীবন উপহার দিয়ে পশু কুরবানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত এ সুন্নত জারি করে দিয়েছেন।