পোস্টগুলি

নভেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা ও সভ্য পৃথিবীর মায়েরা

                                                                মা ও সভ্য পৃৃথিবীর মায়েরা                                                           খান মুহাম্মাদ আমিনুল ইসলাম মা।  একটি মধুর ধ্বনি! হৃদয় বীণায় যে সুর শোনি। কি যে সুখের ব্যঞ্জনা আছে এ অযুগ্ম ধ্বনিতে! কি যে সুধা আছে সে মায়ার আকর, ভালবাসার খনিতে! পৃথিবীর অতুলনীয় একটি নামÑ সে কি মিষ্টি অভিরাম! যে নাম উচ্চারণ করতেই আত্ম-তৃপ্তিতে বুক ভরে ওঠে। মু...

শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ড

১) Ctrl + N ঃ- MS Word এ নতুন একটি ডকুমেন্ট আনার জন্য ব্যবহার হয় । ২) Ctri + Enter ঃ MS Word এ নতুন একটি পেজ আনার জন্য ব্যবহার হয় । ৩) Ctrl + W ঃ- MS Word এর কোন ডকুমেন্ট কে ক্লোজ করার জন্য ব্যবহার হয় । ৪) Ctrl + S ঃ- MS Word এর কোন ডকুমেন্ট সংরক্ষন (Save) করে  রাখার জন্য ব্যবহার হয় । ৫) Ctrl + Shift + S ঃ- MS Word এ Save As কমান্ডের জন্য ব্যবহার হয় , আর Save As কমান্ডটি পূর্বেই Save করা কোন ডকুমেন্টকে পূনরায় অন্য জায়গায় বা অন্য নামে Save করার কাজে ব্যবহার করা হয় । ৬) Ctrl + O ঃ- MS Word এ Save করা কোন ডকুমেন্টকে ওপেন করার জন্য ব্যবহার করা হয় । ৭) Ctrl + C ঃ- MS Word এর কোন লেখা অন্য কোন জায়গায় নেওয়ার জন্য (Copy) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে । ৮) Ctrl + X ঃ- MS Word এর কোন লেখা এক জায়গা থেকে মুছে  অন্য জায়গায় নেওয়ার জন্য (cut) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে । ৯) Ctrl + V ঃ- MS Word এর কোন লেখা Copy অথবা Cut করে অন্য জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয় । ১০) Ctrl + P ঃ- MS Word এর কোন ডকুমেন্ট প্রিন্ট করার জ...

মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক সেফ হবে।

ছবি
সবাইকে আমার জানিয়ে আজকের লেখ সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা টিপস নিয়ে। আশা করি সবার কাজে লাগবে। যাহোক কাজের কথায় আসি। পোস্ট এর নাম দেখে হয়তো বুঝে গেছেন কি নিয়ে আজকে লিখবো। আমরা সবাই MS Word এর সাথে পরিচিত। বিভিন্ন কাজে আমাদের এই MS Word এ কাজ করতে হয়। কিন্তু কাজ করতে করতে অনেক সময় সেভ করতে ভুলে যাই আমরা। সেভ করার কথা মনে থাকে না বা ভাবি কাজ শেষ করে সেভ করবো। কিন্তু যাদের ল্যাপটপ নাই বাই ডেক্সটপ এ UPS নাই তাদের যদি হঠাত করে কারেন্ট চলে যায় তখন আফসোস এর সীমা থাকে না কারন এতক্ষণ যে কাজ করলো সেভ না করার কারনে সব ডাটা চলে গেছে। তাই যদি এমন হয় যে আপনার ডাটা একটা নির্দিষ্ট সময় পর পর অটো সেভ হবে তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজকে কি অটো সেভ অপশন অন করবেন বা সময় কম করে দিবেন যাতে আপনার ডাটা একটা নির্দিষ্ট সময় পর পর অটো সেভ হবে। যাহোক কাজের কথায় আসি। কি করে এই সেটিং করবেন। সাধারনত এটি অন থাকে তবে সম্য একটু বেশি দেয়া থাকে তাই আপনার কাজ হল সময় কম করে দেয়া। প্রথমে MS Word ফাইল খুলুন। এরপর বাম দিকে অপশন বাটন এর উপর মাউস রেখে রাইট ক্লিক করে Cus...