১) Ctrl + N ঃ- MS Word এ নতুন একটি ডকুমেন্ট আনার জন্য ব্যবহার হয় । ২) Ctri + Enter ঃ MS Word এ নতুন একটি পেজ আনার জন্য ব্যবহার হয় । ৩) Ctrl + W ঃ- MS Word এর কোন ডকুমেন্ট কে ক্লোজ করার জন্য ব্যবহার হয় । ৪) Ctrl + S ঃ- MS Word এর কোন ডকুমেন্ট সংরক্ষন (Save) করে রাখার জন্য ব্যবহার হয় । ৫) Ctrl + Shift + S ঃ- MS Word এ Save As কমান্ডের জন্য ব্যবহার হয় , আর Save As কমান্ডটি পূর্বেই Save করা কোন ডকুমেন্টকে পূনরায় অন্য জায়গায় বা অন্য নামে Save করার কাজে ব্যবহার করা হয় । ৬) Ctrl + O ঃ- MS Word এ Save করা কোন ডকুমেন্টকে ওপেন করার জন্য ব্যবহার করা হয় । ৭) Ctrl + C ঃ- MS Word এর কোন লেখা অন্য কোন জায়গায় নেওয়ার জন্য (Copy) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে । ৮) Ctrl + X ঃ- MS Word এর কোন লেখা এক জায়গা থেকে মুছে অন্য জায়গায় নেওয়ার জন্য (cut) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে । ৯) Ctrl + V ঃ- MS Word এর কোন লেখা Copy অথবা Cut করে অন্য জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয় । ১০) Ctrl + P ঃ- MS Word এর কোন ডকুমেন্ট প্রিন্ট করার জ...