শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ড

১) Ctrl + N ঃ- MS Word এ নতুন একটি ডকুমেন্ট আনার জন্য ব্যবহার হয় ।
২) Ctri + Enter ঃ MS Word এ নতুন একটি পেজ আনার জন্য ব্যবহার হয় ।
৩) Ctrl + W ঃ- MS Word এর কোন ডকুমেন্ট কে ক্লোজ করার জন্য ব্যবহার হয় ।
৪) Ctrl + S ঃ- MS Word এর কোন ডকুমেন্ট সংরক্ষন (Save) করে  রাখার জন্য ব্যবহার হয় ।
৫) Ctrl + Shift + S ঃ- MS Word এ Save As কমান্ডের জন্য ব্যবহার হয় , আর Save As কমান্ডটি পূর্বেই Save করা কোন ডকুমেন্টকে পূনরায় অন্য জায়গায় বা অন্য নামে Save করার কাজে ব্যবহার করা হয় ।
৬) Ctrl + O ঃ- MS Word এ Save করা কোন ডকুমেন্টকে ওপেন করার জন্য ব্যবহার করা হয় ।
৭) Ctrl + C ঃ- MS Word এর কোন লেখা অন্য কোন জায়গায় নেওয়ার জন্য (Copy) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।
৮) Ctrl + X ঃ- MS Word এর কোন লেখা এক জায়গা থেকে মুছে  অন্য জায়গায় নেওয়ার জন্য (cut) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।
৯) Ctrl + V ঃ- MS Word এর কোন লেখা Copy অথবা Cut করে অন্য জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয় ।
১০) Ctrl + P ঃ- MS Word এর কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় ।
১১) Ctrl + Z ঃ- MS Word এ ডিলেট হওয়া কোন লেখা পূনরায় ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয় ।
১২) Ctrl + F ঃ- MS Word এ লিখিত কোন অক্ষর বা শব্দ খুজে বের করার জন্য ব্যবহার করা হয় ।
১৩)   Ctrl + H ঃ- MS Word এর লিখিত কোন অক্ষর বা শব্দ কে অন্য কোন অক্ষর বা শব্দ দ্বারা পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।
১৪) Ctrl + G ঃ- MS Word এর নির্দিষ্ট কোন পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।
১৫) Ctrl + B ঃ- MS Word এর কোন লেখা বোল্ড করার জন্য ব্যবহার করা হয় ।
১৬) Ctrl + U ঃ- MS Word এর কোন লেখার নিচে আন্ডার লাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয় ।
১৭) Ctrl + I ঃ- MS Word এর কোন লেখা বাকা ভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় ।
১৮) Ctrl + A ঃ- MS Word এ ওপেন করা কোন ডকুমেন্টের সকল লেখা একবারে সিলেক্ট করা জন্য ব্যবহার করা হয় ।
১৯) Ctrl + L ঃ- MS Word এ বাম পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।
২০) Ctrl + E  ঃ- MS Word এ মাঝখান থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।
২১) Ctrl + R ঃ- MS Word এ ডান পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।
২২) Ctrl + J ঃ- MS Word এর লেখা গুলোকে উভয় পাশে সমান করার জন্য ব্যবহার করা হয় ।
২৩) Ctrl + D ঃ- MS Word এ ফন্ট অপ্সহন আনার জন্য ব্যবহার করা হয় ।
২৪) Ctrl + [ ঃ- MS Word এ ফন্ট ছোট করার জন্য ব্যবহার করা হয় ।
২৫) Ctrl + ] ঃ- MS Word এ ফন্ট ছোট করার জন্য ব্যবহার করা হয় ।
২৬) Ctrl and Shift and Plus ঃ-MS Word এ একটি অক্ষর এর উপরে অন্য একটি অক্ষর লিখার জন্য ব্যবহার করা হয় ।
২৭) Ctrl and Plus ঃ- MS Word এ একটি অক্ষর এর নিচে অন্য একটি অক্ষর লিখার জন্য ব্যবহার করা হয় ।
২৮) Alt + E ঃ- MS Word এ Envelopes এর অপশন আনার জন্য ব্যবহার করা হয় ।
২৯) Alt + H ঃ- MS Word এ Alt কী চেপে রেখে H দুই বার চাপলে  Fill Color এর অপশন আসবে ।
৩০) Alt + F4 ঃ- MS Word থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী