ইসলামের স্তম্ভ

কালিমা,
নামাজ,
রোজা,
হজ্জ,

জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে; হজ্জের ফরজ হচ্ছে- ৩টি। (১) ইহরাম বাঁধা অর্থাৎ মীকাত হতে ইহরাম বাঁধা। (২) ওকুফে আরাফা অর্থাৎ ৯ই জিলহজ্জের দ্বিপ্রহরের পর হতে অর্থাৎ সূর্য ঢলার পর হতে ১০ই জিলহজ্জ সুব্হে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফার ময়দানে উপস্থিত থাকা। (৩) তাওয়াফে যিয়ারত অর্থাৎ ১০, ১১ ও ১২ই জিলহজ্জ তারিখের মধ্যে কা’বা শরীফ তাওয়াফ করা। 

যাকাত,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী