নিয়োগ বিগপ্তিঃ
নিয়োগ বিগপ্তিঃ
******************
শেরপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার, মাদ্রাসায় 3 ( তিন) জন সহকারী শিক্ষক আবশ্যক।
1. দুই জন উচ্চমধ্যমান, ( জামাতে মিশকাত) পর্যন্ত পড়ানোর যোগ্যতাসম্পন্ন হতে হবে।
শর্তাবলীঃ (ক) দাওরায়ে হাদিস প্রথম বিভাগ (বেফাক বোর্ড) হতে হবে।
(খ) তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
(গ) জামিয়ায় আবাসিক অবস্থান করতে হবে।
(ঘ) তাখাসসুস ফিল হাদিস অথবা তাখাসসুস ফিল আদব ডিগ্রী ধারীদের অগ্রাধিকার থাকবে।
2. এক জন মধ্যমান ( জামাতে শরহে বেকায়া ) পর্যন্ত পড়ানোর যোগ্যতাসম্পন্ন হতে হবে।
শর্তাবলীঃ (ক) কমপক্ষে দাওরায়ে হাদিস দ্বিতীয় বিভাগে ( বেফাক বোর্ড) উত্তীর্ণ হতে হবে।
(খ) জামিয়ায় আবাসিক অবস্থান করতে হবে।
আগ্রহী প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে 2 (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, আইডি কার্ড/জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদপত্র। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের 10 (দশ) দিনের আবেদন করার জন্য অনুরোধ করা হল।
নিবেদক
( মোঃ সাইফুল ইসলাম স্বপন)
সম্পাদক
জামিয়া সিদ্দীকিয়া, শেরপুর।
01711441717
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন