ইসলাম
ইসলাম আরবী শব্দ। এর আভিধানিক অর্থ অনুগত হওয়া, আনুগত্য করা, আত্মসমর্পন্ত করা, শান্তির চথে চলা ও মুসলমান হওয়া।
পারিভাষিক অর্থঃ আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তাঁর নিকট পূর্ণ আম্তসমর্পণ করা।
বিনা দ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেয়া জীবন বিধান অনুসারে জীবনযাপন করা। যিনি ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন করেন, তিনি মুসলিম।
ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন, যা একটি পূর্ণঙ্গ ও পরিপূর্ণ জীবন বিধান। দোলনা থেকে কবর পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবনযাপন করতে হয়। ইসলামে রয়েছে সুষ্ঠু পারিবারিক, সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মানব চরিত্রের উৎকর্ষ সাধনের যাবতীয় আচার- আচরণ সম্পর্কে ইসলাম সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। এ প্রসঙ্গে আল্লাহপাক বলেন, ‘ইসলাম আল্রাহর মনোনিত দ্বীন’। ( সুরা আল ইমরান)
পারিভাষিক অর্থঃ আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তাঁর নিকট পূর্ণ আম্তসমর্পণ করা।
বিনা দ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেয়া জীবন বিধান অনুসারে জীবনযাপন করা। যিনি ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন করেন, তিনি মুসলিম।
ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন, যা একটি পূর্ণঙ্গ ও পরিপূর্ণ জীবন বিধান। দোলনা থেকে কবর পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবনযাপন করতে হয়। ইসলামে রয়েছে সুষ্ঠু পারিবারিক, সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মানব চরিত্রের উৎকর্ষ সাধনের যাবতীয় আচার- আচরণ সম্পর্কে ইসলাম সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। এ প্রসঙ্গে আল্লাহপাক বলেন, ‘ইসলাম আল্রাহর মনোনিত দ্বীন’। ( সুরা আল ইমরান)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন