ভুল বিশ্বাস ‘ পরকালে লাইলি-মজনুর বিয়েতে শরিক হও’য়াঃ’
যে ব্যক্তি জীবনে কখনও দাড়ি কাটবে না, সে ব্যক্তি পরকালে লাইলি-মজনুর
বিয়ে খাবে। এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এটা একটি ভুল বিশ্বাস। আমাদের সমাজের
সাধারণ মানুষের মাঝে অনেকেই এ ভুল ধারণাটা পোষণ করে থাকে, যা একেবারেই ভিত্তিহীন।
প্রথমত পরকালে লাইলি-মজনুর বিয়ের কথাটাই একটা ভিত্তিহীন কথা।
এরপর দাড়ি কাটা না কাটার সঙ্গে এর সম্পৃক্ততা একেবারেই কল্পনাপ্রসূত। দাড়ি রাখা ও না-কাটার
প্রতি উদ্বুদ্ধ করার জন্য অনেক সহীস স্পষ্ট হাদীস রয়েছে। এ ছাড়া এটি সকল নবী আলাইহিমুস
সালামের সুন্নত ছিল। একে মুসলমানের ফিতরাত বা স্বভাব বলা হয়েছে। এ-কথাগুলো বলেই দাড়ি
রাখার প্রতি উদ্বুদ্ধ করা উচিত। দাড়ি রাখা ওয়াজিব এবং এক মু্ষ্ঠির কম করা না-জায়েয,
এ বিধান সবারই জানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন