একটি নামের ভুল ব্যবহার
আমাদের দেশে কাজের ছেলেকে আব্দুল নামে ডাকার একটি ভুল প্রচলন
রয়েছে। ভিন্ন নাম থাকা সত্ত্বেও দেখা যায় এদেরকে ‘আব্দুল’ নামে ডাকা হয়। আরবীতে ‘আব্দুন’
শব্দের অর্থ দাস বা গোলাম। এ নামটি হয়ত ‘আব্দুল্লাহ’ ( আল্লাহর বান্দা) এর সংক্ষিপ্ত
রূপ। এ কারণেই আব্দুল্লাহকে ‘আব্দুল’ (যার অর্থ ‘দাস’) বলে ডাকা উচিত নয়। প্রকৃতিগতভাবে
আযাদ ও স্বাধীন কোন বান্দাকে আল্লাহর বান্দা না বলে ‘বান্দা’ বা ‘দাস’ এর পরিচায়ক আব্দুল
বলে ডাকা নিঃসন্দেহে অন্যায় এবং বেয়াদবি। একজন মানুষ গৃহপরিচারক হয়ে তো দাস হয়ে যায়নি!
তাই পাঠক বন্ধুগণের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাটি হয়ত এর আগে আপনি জানেননি, তাই অন্যের কাছে পৌছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন