কবিতা: বিজয় মানে
বিজয় মানে
============
বিজয় মানে রক্তে ভাসা
সিক্ত তাজা ফুল,
বিজয় মানে অথৈ জলে
ভাগ্যে পাওয়া কুল।
বিজয় মানে আধার ক্ষণে
দীপ্ত আলোর মুখ,
বিজয় মানে খুনের দানে
দুঃখ মাঝে সুখ।
বিজয় মানে ফুলের ঘ্রাণে
মুগ্ধ আকুল প্রাণ,
বিজয় মানে ক্ষণে ক্ষণে
তপ্ত খুনের ঘ্রাণ।
বিজয় মানে মায়ার টানে
তৃপ্ত সুখের জল,
বিজয় মানে উন্নতশির
দক্ষ সেনা দল।
বিজয় মানে প্রাণে প্রাণে
বাঁধভাঙ্গা উল্লাস,
বিজয় মানে মনের কোনে
উথিত উচ্ছাস।
বিজয় মানে গঞ্জে গ্রামে
শিশুর লুকোচুরি,
বিজয় মানে আকাশপানে
নিশান উড়োউড়ি।
বিজয় মানে গানে গানে
কণ্ঠ সবার ভার,
বিজয় মানে হস্তে নিশান
মুক্ত খোলা দ্বার।
বাঁধনহারা শিশু কিশুর
মুক্ত আকাশ ভুম,
সূর্য স্বাধীন দ্বিপ্ত রঙ্গীন
রক্তে আঁকা চুম।
সর্বপরি প্রাপ্ত বিজয়
মহান প্রভুর দান,
শত্রুসেনার গর্ড যত
যুদ্ধে হলো ম্লান।
বিজয় মানে লক্ষপ্রাণে
বক্ষ উদার দিল,
বিজয় মানে শত্রু পানে
ছুড়ছি ঘৃণার ঢিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন