ইসলাম ও মুসলমান

ইসলাম ও মুসলমান সম্পর্কে কতিপয় হাদীস নিম্নে দেয়া হল-
হাদিস ১। হযরত আব্দুল্লাহ বিন আমর রা: হতে বর্ণিত। তিনি বলেন, মুসলমান ঐ ব্যক্তি যার জিহবা ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। মোহাজির ঐ ব্যক্তি, যে আল্লাহ যা করতে নিষধ করেছেন, তা হতে বিরত থাকে। অন্য বর্ণনায়, এক ব্যক্তি জিজ্ঞেস করে, মুসলমানদের মধ্যে উত্তম কে? তিনি বলেন, ঐ ব্যক্তি যার রসনা ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। ( বোখারী ও মুসলিম)
হাদিস ২। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা: হতে বর্ণিত। রাসূল সা: কে এক ব্যক্তি জিজ্ঞেস করল কোন ইসলাম উত্তম? তিনি বলেন, খাদ্যদান এবং পরিচিত বা অপরিচিত সকলকে সালাম প্রদান করা। ( বোখারী ও মুসলিম)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী