সাহিত্য ও সাংবাদিকতায় কওমী আলেমগণ



সাহিত্য ও সাংবাদিকতায় কওমী আলেমগণ:
মুহাম্মদ রায়হান রাযী।।



একসময় কাওমি মাদ্রাসায় পড়ুয়ারা সাংবাদিকতা এবং ইংলিশ মিডিয়া থেকে দূরে ছিল, ফলে সত্য সংবাদ ধামাচাপা দিয়ে মিথ্যার প্রচারণা বেশি ছিল। এখনও হচ্ছে ! তবে, আমাদের সেইরকম কোনও চ্যানেল অথবা রেডিও না থাকলেও অনলাইনভিত্তিক www.ourislam24. com নামে একটি ওয়েবসাইট এবং ফেসবুক পেজ রয়েছে, যেখানে বিভিন্ন সত্য সংবাদ মুহূর্তের মাঝেই পেয়ে যাই। একসময় আমরা এই বিষয়েও খুব দুর্বল ছিলাম। আলহামদু লিল্লাহ !! এখন সাহিত্য ও সাংবাদিকতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাওমি মাদ্রাসার তরুণ আলেমগণ। কিন্তু আমাদের এই পথেও বাধা রয়েছে অনেক। সমস্ত বাধা অতিক্রম করে, টেকনিক্যালে এগিয়ে যেতে হবে কাওমি আলেমদের। 

 লেখক: তরুন আলেম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী