হজ্জ ফরয হওয়ার শর্তাবলী
1. মুসলমান হওয়াঃ কেননা অমুসলিমের ওপর শরয়ী কোনো ইবাদত পালন বৈধ নয়।
2. স্বাধীন হওয়াঃ কেননা পরাধীন বা দাসদাসী কোনো কাজ করার অধিকার রাখে না।
3. বালেগ হওয়াঃ কেননা নাবালেগের ওপর শরয়ী বিধান প্রযোজ্য নয়।
4. সুস্থ হওয়াঃ হজ্জ পরিশ্রমের ইবাদত। অসুস্থের ওপর এটা ফরয নয়।
5. দৃষ্টিশক্তিসম্পন্ন হওয়াঃ কেননা অন্ধ ব্যক্তির ওপর হজ্জ ফরয নয়।
6. জ্ঞানবান হওয়াঃ সুতরাং পাগলের ওপর হজ্জ ফরয নয়।
7. অর্থনৈতিকভাবে সামর্থবান হওয়াঃ এটা আবশ্যকীয় সামগ্রী ও পরিবার পরিজনের নিকট প্রত্যাবর্তন পর্যন্ত খরচের অতিরিক্ত হতে হবে।
8. রাস্তা নিরাপদ হওয়াঃ সুতরাং রাষ্ট্রী কোনো নিষেধাজ্ঞা বা রাস্তা নিরাপদ না থাকলে হজ্জ ফরয হবে না।
9. মহিলার সাথে স্বামী বা মুহাররাম থাকাঃ কারণ একা কোনো মহিলার পক্ষে হজ্জে গমন করা সম্ভব নয়; যতি তার বাড়ী কাবাঘরের দূরত্ব 48 মাইল বা এর চেয়ে বেশি হয়।
10. যানবাহনের সুবিধা থাকাঃ কেননা যানবাহনের সুবিধা না থাকলে হজ্জে গমন করা সম্ভব নয়।
( মোঃ মিনহাজ উদ্দীন) তারিখ: 08/08/2016. 7পিএম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন