কুরআনে বর্ণিত নবীদের নাম

অবতারনিকাঃ মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী- রাসূল প্রেরণ করেছেন। তন্মধ্যে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে।
 পবিত্র কুরআন শরীফে ২৫ জন নবীর মধ্যে সূরা আনয়ামে ১৮ জন নবীর নাম উল্লেখ আছে।
১৮ জন নবীর নাম হলো-
১। হযরত ইবরাহীম আঃ
২। হযরত ইসহাক আঃ
৩।  হযরত ইয়াকুব আঃ
৪। হযরত নূহ আঃ
৫। হযরত দাউদ আঃ
৬। হযরত সোলাইমান আঃ
৭। হযরত আইয়ুব আঃ
৮। হযরত ইউসুফ আঃ
৯। হযরত মুসা আঃ
১০ । হযরত হারুন আঃ
১১।  হযরত যাকারিয়া আঃ
১২।  হযরত ইয়াহইয়া আঃ
১৩।  হযরত ঈসা আঃ
১৪।  হযরত ইসমাইল আঃ
১৫।  হযরত আল ইসায়া আঃ
১৬। হযরত ইউনুস আঃ
১৭। হযরত ইলিয়াস আঃ
১৮। হযরত লুত আঃ

অবশিষ্ট সাতজন নবীরা হলেনঃ
১৯। হযরত আদম আঃ
২০।  হযরত ইদরীস আঃ
২১।  হযরত হুদ আঃ
২২। হযরত সালেহ আঃ
২৩। হযরত শোয়াইব আঃ
২৪। হযরত যুলকিফল আঃ
২৫। হযরত মুহাম্মদ সাঃ

পড়া শেষ হলে শেয়ার করতে ভুলবেন না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী