যাকাত আদায় না করার ভয়াবহ পরিণাম
হাদিস নং 1682.
হাদিস প্রসঙ্গঃ
যাকাত ইসলামের অন্যতম ফরয ইবাদত এবং ইসলামের কল্যাণ রাষ্ট্রের আয়ের মূল উৎস। এজন্য আলোচ্য হাদীসে বিশ্বমানবতার মুক্তিদূত মহানবী সা: সামর্থ থাকা সত্ত্বেও যাকাত আদায় না করার ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন।
যাকাত ইসলামের অন্যতম ফরয ইবাদত এবং ইসলামের কল্যাণ রাষ্ট্রের আয়ের মূল উৎস। এজন্য আলোচ্য হাদীসে বিশ্বমানবতার মুক্তিদূত মহানবী সা: সামর্থ থাকা সত্ত্বেও যাকাত আদায় না করার ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন।
হাদীসের অনুবাদঃ
হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা যাকে ধনসম্পদ প্রদান করেছেন, কিন্তু সে তার যাকাত আদায় করেনি; কেয়ামতের দিন তার সম্পদকে এমন এক বিষধর সাপে রূপান্তর করা হবে, যা অত্যধিক বিষধর হওয়ার কারণে তার মাথার পশম থাকবে না এবং তার চোখের উপর দুটি কালো তিলক থাকবে।
হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা যাকে ধনসম্পদ প্রদান করেছেন, কিন্তু সে তার যাকাত আদায় করেনি; কেয়ামতের দিন তার সম্পদকে এমন এক বিষধর সাপে রূপান্তর করা হবে, যা অত্যধিক বিষধর হওয়ার কারণে তার মাথার পশম থাকবে না এবং তার চোখের উপর দুটি কালো তিলক থাকবে।
কেয়ামত দিবসে ঐ সাপ তার গলায় হারের ন্যায় পরিয়ে দেয়া হবে। অতঃপর সাপটি তার মুখের দু’দিকে অর্থাৎ উভয় চোয়ালে কামড় দিয়ে ধরবে। অতঃপর বলবে, ‘আমিই তোমার ধনসম্পদ, আমিই তোমার সঞ্চিত ধনভাণ্ডার’। অতঃপর রাসূলুল্লাহ সাঃ এর সমর্থনে কুরআনের আয়াত পাঠ করলেন। আয়াত হলো-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন