আল্রাহর একত্ববাদ ও তার প্রতি নির্ভরতা

সকল প্রশাংসা আল্লাহর জন্য যিনি আসমান ও যমিন উভয়েরই পরিচালক, যিনি গৌরব ও শক্তি-সামর্থের অদ্বিতীয়, যিনি কোন খুঁটি ছাড়া আসমানকে শূন্যে রেখেছেন এবং তাতে মানুষের জীবিকা রেখে দিয়েছেন, যিনি আত্ম-অভিজ্ঞ ও বুদ্ধিমানদের চক্ষু উপাদান ও উপকরণ থেকে তাদের সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে দিয়েছেন, যিনি তাদের চিন্তাধারা চতুর্দিকের সৃষ্টি থেকে তাঁর দিকে নিবদ্ধ রেখেছেন, যিনি তাদের বিশ্বাসকে তাঁরই দিকে উন্নত করেছেন। সুতরাং তাঁর দিকে উন্নত করেছেন। সুতরাং তাঁর উপাসনা ব্যতিত তারা অন্যের উপাসানা করে না। কেননা তারা অবগত আছে যে, তিনি অদ্বিতীয়, একক এবং অভাবমুক্ত। তারা প্রকৃত ভাবে বিশ্বাস করে যে, সৃষ্টিার সকলশ্রেণী তাদেরই স্বীয় স্রষ্টার দাস মাত্র; সুতরাং তারা তাদের নিকট জীবিকা অনুসন্ধান করে না। কেননা এমন কোন প্রাণী নেই যে, যার সৃষ্টিকর্তা আ্ল্লাহ নহেন। যখন তারা সাম্যক ভাবে উপলব্ধি করে যে, তিনিই তাঁর দাসগণের জীবিকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তখন তারা তারই প্রতি নির্ভর করে চলে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ উত্তম নির্ভযোগ্য সত্তা অতঃপর আল্লাহর প্রিয় বান্দা হযরত মোহাম্মদ সা: এর উপর দরূদ ও সালাম, তিনি অসত্য বিষয়কেনির্মূল করে সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন। তাঁর পরিবারবর্গ ও সহচরদের প্রতি শত সহস্র সালাম।
তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি নির্ভরতা ধর্মের একটি মঞ্জিল এবং ধর্ম বিশ্বাসীদের একটি উন্নত অবস্থা বরং তা নিকটবর্তীদের একটি উচ্চতম স্তর। তাওয়াক্কুল সম্পর্কিত জ্ঞান নিতান্তই সূক্ষ্ম ও দুর্বোধ্য এবং তদানুসারে চলা অত্যন্ত কঠিন। এ জ্ঞান এরূপ সুক্ষ্ম হওয়ার কারণ এই যে, উপাদান এবং কাজ-কারণগুলোর উপর লক্ষ করলে ও তাদের উপর বিশ্বাস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী