বিশ্বায়নঃ
প্রশ্নঃ বিশ্বায়ন কি?
উত্তরঃ বিশ্বে বর্তমানে সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত প্রত্যয় হলো বিশ্বায়ন। বর্তমান যুগের তথ্যপ্রযুক্তিগত উন্নত বিশ্ব সম্প্রদায়ের কাছে এনে দিয়েছে বিশ্বায়ন নামক প্রক্রিয়াটি। বিশ্বের প্রতিটি অংশের সাথে অন্যান্য অংশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরষ্পর আন্তঃনির্ভরতা হচ্ছে বিশ্বায়নের মূলকথা।
প্রামাণ্য সংজ্ঞাঃ অতীতে বিশ্বায়নকে যে অর্থে উপলব্ধি করা হতো বর্তমানে তা অন্য দৃষ্টিতে দেখা হচ্ছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, গবেষকগণ বিশ্বায়নকে যেভাবে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন তার কয়েকটি তুলে ধরা হলো:
Oxford Dictionary of Business গ্রন্থে বলা হয়েছে, বিশ্বায়ন হলো বৃহদায়নতন প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাসমূহের আন্তর্জাতিকরণের একটি প্রক্রিয়া।
বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক রোনাল্ড রবার্টসন এর মতে, বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং পরষ্পর নির্ভরশীলতাকে বুঝায়।
সমাজবিজ্ঞানী মার্টিন আল ব্রো এর মতে, বিশ্বায়ন হচ্ছে একটি সামগ্রিক সম্প্রদায়ের মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া।
অনিতা রডিস এর মতে, অর্থনৈতিক উদারীকরণ যেমন, নিয়ন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ এবং অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্যে বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনেতিক ব্যবস্থার সাথে সংহতিকরণের অর্থ হচ্ছে বিশ্বায়ন।
এম. ওয়াটারস এর মতে, বিশ্বায়ন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যাতে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থাধীনে ভৌগোলিক দূরত্ব কমে আসার বাধা অপসারণ করে এবং যাতে জনগণ পিছিয়ে যাওয়া সম্পর্কে অধিক সচেতন হয়।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বিশ্বায়ন সম্বন্ধে একটি সুষ্পস্ট ধারণা পাওয়া গেল।
এ সম্পর্কে আরো জানতে নিয়মিত একটিভ থাকুন। সঠিক তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সকলের সু-সাস্থ কামনা করে এখানেই বিদায় আল্লাহ হাফেজ
উত্তরঃ বিশ্বে বর্তমানে সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত প্রত্যয় হলো বিশ্বায়ন। বর্তমান যুগের তথ্যপ্রযুক্তিগত উন্নত বিশ্ব সম্প্রদায়ের কাছে এনে দিয়েছে বিশ্বায়ন নামক প্রক্রিয়াটি। বিশ্বের প্রতিটি অংশের সাথে অন্যান্য অংশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরষ্পর আন্তঃনির্ভরতা হচ্ছে বিশ্বায়নের মূলকথা।
প্রামাণ্য সংজ্ঞাঃ অতীতে বিশ্বায়নকে যে অর্থে উপলব্ধি করা হতো বর্তমানে তা অন্য দৃষ্টিতে দেখা হচ্ছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, গবেষকগণ বিশ্বায়নকে যেভাবে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন তার কয়েকটি তুলে ধরা হলো:
Oxford Dictionary of Business গ্রন্থে বলা হয়েছে, বিশ্বায়ন হলো বৃহদায়নতন প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাসমূহের আন্তর্জাতিকরণের একটি প্রক্রিয়া।
বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক রোনাল্ড রবার্টসন এর মতে, বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং পরষ্পর নির্ভরশীলতাকে বুঝায়।
সমাজবিজ্ঞানী মার্টিন আল ব্রো এর মতে, বিশ্বায়ন হচ্ছে একটি সামগ্রিক সম্প্রদায়ের মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া।
অনিতা রডিস এর মতে, অর্থনৈতিক উদারীকরণ যেমন, নিয়ন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ এবং অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্যে বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনেতিক ব্যবস্থার সাথে সংহতিকরণের অর্থ হচ্ছে বিশ্বায়ন।
এম. ওয়াটারস এর মতে, বিশ্বায়ন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যাতে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থাধীনে ভৌগোলিক দূরত্ব কমে আসার বাধা অপসারণ করে এবং যাতে জনগণ পিছিয়ে যাওয়া সম্পর্কে অধিক সচেতন হয়।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বিশ্বায়ন সম্বন্ধে একটি সুষ্পস্ট ধারণা পাওয়া গেল।
এ সম্পর্কে আরো জানতে নিয়মিত একটিভ থাকুন। সঠিক তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সকলের সু-সাস্থ কামনা করে এখানেই বিদায় আল্লাহ হাফেজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন