হাজী শরীয়তুল্লার আন্দোলনঃ
হযরত শাহ আব্দুল আযীয রহ: এর ‘ দারুল হরব’ ঘোষণার দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ অঞ্চলে যারা আন্দোলন মুখর হয়ে উঠেছিলেন, হাজী শরীয়তুল্লাহ রাহ: ছিলেন তাদের মধ্যে অন্যতম। নীলকর সাহেবদের দ্বারা নিগৃহীত ও নির্যাতিত দেশবাসীর কাছে তিনি ছিলেন মুক্তির স্বপ্নপুরুষ। হিন্দু জমিদারদের দ্বারা উৎপীড়িত মুসলমানদের কাছে তিনি ছিলেন ত্রানকর্তা স্বরুপ।
১৭৮১ খ্রীষ্টাব্দে বর্তমান শরীয়তপুর জিলার মাদারীপুরের অন্তর্গত শামাইল নামক গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। আট বৎসর বয়সে পিতা আব্দুল জলীল তালুকদার মারা যান। চাচা আযীম উদ্দীনের তত্ত্ববধানে লালিত-পালিত হন। ১৮ বছর বয়সে হজ্জ করতে গিয়ে দীর্ঘ ২০ বছর কাল আরব জাহানে অবস্থান করত: শরীয়তের বিভিন্ত বিষয়ে তিনি গভীর জ্ঞান অর্জন করেন। অতপর: ১৮১৮ সালে দেশে ফিরে স্বদেশের মানুষের হিদায়াতের কাজে আত্মনিয়োগ করেন। মুসলমানদের দৈনন্দিন জীবনে পূর্ণ ইসলামী আদর্শের বাস্তবায়ন, নির্যাতিত মানুষের মাঝে রাজনৈতিক চেতনা জাগ্রতকরণ, পরাধীনতার অক্টোপাশ ছিন্ন করে স্বাধীনতার মন্ত্রে মুসলমানদেরকে উজ্জীবিত করণই ছিল তার মিশনে মূল উদ্দেশ্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন