কোরবানীর দিনের ফযীলত

কোরবানীর দিনের ফযীলতঃ
মিনহাজ উদ্দীন, শেরপুর।
1. এ দিনের একটি নাম হল ইয়াওমুল হাজ্জিল আকবার। যেদিন হাজীগণ তাদের পশু জবেহ করে হজ্জকে পূর্ণ করেন। হাদীসে এসেছে-
عن ا بن عمر رضي ا لله عنهما ان رسو ل ا لله صلي ا لله عليه وسلم قال يوم ا لنحر ائ يوم هذا؟ قالو يوم ا لحج الاكبر
অর্থঃ হযরত ইবনে উমর রা: থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর দিন জিজ্ঞোস করলেন, এটা কোন দিন? সাহাবাগণ উত্তর দিলেন, এটা ইয়াওমুন্নাহার বা কোরবানীর দিন। রাসূল সা: বললেন, এটা ইয়াওমুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজ্জের দিন। ( আবু দাউদ)
2. কোরবানীর দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে, ‘ হযরত আব্দুল্লাহ ইবনে কুর্ত রা: থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূল সা: বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল কোরবানীর দিন। তারপর পরবর্তী তিন দিন। ( আবু দাউদ)
3. কোরবানীর দিনটি হল ঈদুল ফিতরের দিনের চেয়েও মর্যাদা সম্পন্ন। কেননা, এ দিনটি বছরের শ্রেষ্ঠ দিন। এ দিনে সালাত ও কোরবানী একত্র হয়। যা ঈদুল ফিতরের সালাত ও সদকাতুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তায়ালা তাঁর রাসূলকে কাওসার দান করেছেন। এর শুকরিয়া আদায়ে তিনি তাকে এ দিনে কোরবানী ও সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী