রোজ নামচা, পাথেয়

মিনহাজ উদ্দীন
দৃপ্তিময় সূর্যের আভা পৃথিবীর চারিদিকে এখনো আলো ছড়াচ্ছে। রক্তিম সূর্যের আভা আজ যেন সুন্দর একটি রূপ ধারণ করছে। শুক্রবার হয়াই অন্যদিনের তুলনায় ব্যস্ততম শহর যেন ব্যস্ততা কমিয়ে রেখেছে। বৃহস্পতিবার অনেক ছাত্র মাদরাসা ত্যাগ করে যার যার বাড়িতে চলে গেছে।  দাড়িয়ে ছিলাম মাদরাসার ছাদের এক পার্শ্বে একটু পর পর মৃদু হাওয়া এসে  শরীর শিতল করে দিয়ে যাচ্ছে। এ যেন মহান বিধাতার অপার দান। শারি শারি নারিকেল গাছ আর সুপারির গাছ দাড়িয়ে আছে আপন মনে। মনে হচ্ছে কাউকে যেন অভ্যার্থনা জানানো তাদের এই দন্ডায়মান। মাদরাসার পাশে কয়েকটি আম গাছ মৃদু হাওয়ায় পাতা গুলো এদিক সেদিক দুল খাচ্ছে। পার্শ্বে বাগান থেকে ফুলের সুভাসে স্নিগ্ধতা হাওয়ার সৌরভে মনকে মুখরিত করেছে। খুটি বিহীন আকাশ চাদুবার মত আমাদেরকে বেষ্টনি দিয়ে রেখেছেন। আকাশের রঙ অন্য দিনের তুলনায় ভিন্ন রকম লাগছে। রঙ ধনুর সাত রং যেন আজ সারা পৃথিবী রাঙ্গিয়ে তুলছে। মাথার উপর দিয়ে নাম না জানা পাখির ঝাক উড়ে গেল দেখতে দেখতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, একফালি মেঘ একদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে কে যেন আপন হাতে তাদেরকে পরিচালনা করছে। মনটা হঠাৎ বেদনায় বিধূর হয়ে গেল মনের অজান্তে বেরিয়ে আসল এক দীর্ঘ শ্বাস আমার যদি পাখির মত ডানা থাকতো উড়তে উড়তে সেঘের সাথে তাল মিলিয়ে মিশে যেতাম কিন্তু তাকি আর সম্ভব তাতো সাদ্ধের সীমার বাইরে আক্ষেপ বই আর কিছুই নয়। হঠাৎ কে যেন পিছু ডেকে বলছে তুমি মেঘ দেখে বিচলিত কেন? মেঘের কাজতো এক পার্শ হতে এসে অন্য পার্শে যাবে  আর ফিরে আসবেনা , যেমন মেঘ দেখে তুমি ভাবান্তর হলে অথচ তোমার জিবনের মহামুল্যবান সময় ঝড়ে চলে যাচ্ছে তা তোমার হিসাবের অবকাশ নেই। তুমার  জিবন থেকে যে সময় চলে যাচ্ছে তা আর কুনদিন ফিরে পাবেনা । তাই জিবনের মুল্যবান সময় আর নস্ট না করে কাজে মনোনিবেশ করতে হবে। মনে রাখতে হবে ইতিহাসের পাতায় যারা নামলিখিয়েছে, যারা বিক্ষাত হয়েছে তারা সবাই সময়ের মুল্যদিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী