কবিতাঃ সবি তোমার দান


মিনহাজ উদ্দীন

সবি তোমার দান

কার হুকুমে সৃষ্টি সবি তামাম মাখলুকাত,
রাতের চাদর উন্মুক্ত করে হই আবার প্রভাত।
কার হুকুমে পাখপাখালি গেয়ে বেড়ায় গান,
সুনতে লাগে কত মধুর সুধাঅফুরান।
কার হুকুমে সূর্য উঠে কার হুকুমে ডুবে,
কার হুকুমে ঝড় বৃষ্টি বিজলি চমক মারে।
কার হুকুমে নদ নদীতে কল কল তান,
কার হুকুমে গাছের ডালে পাখপাখালির গান।
কার হুকুমে নদীর বুকে নৌকা চলে ভেসে,
মাঝি মাল্লা মিলে মিসে মাছ ধরে হেসে।
কার হুকুমে সাগর বুকে ঢেউয়ের হুলি খেলা,
কার হুকুমে নদীর বুকে ডিঙ্গি নায়ের চলি ।
কার হুকুমে রাতের আধার এতো কেন কাল,
ঝিঝির পোকার গুণগুণ শব্দ সুনতে লাগে ভাল।
কার হুকুমে সূর্যের আলো এমন দৃপ্তিময়,
প্রভু তোমার নিয়ামতে শির নত হয়।
কার হুকুমে আকাশে মিটি মিটি তারার খেলা,
পাখিরা সব আহার নিয়ে ফিরে সন্ধা বেলা।
কার হুকুমে ধরাধামে চলছে অবিরাম,
এ সব প্রভু আর কার নই সবি তোমার দান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী