মহানবী স: এর বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষনে ইসলামের যে মৌল বৈশিষ্ট্যগুলো উচ্চারিত হয়েছে
অবতরনিকা: আলোচ্য প্রবন্ধে মহানবী স: এর বিদায় হজ্জের ভাষণে ইসলামের মৌল বৈশিষ্টগুলো ভালোভাবে ফুটে উঠেছে।
বিদায় হজ্জের ভাষন: দশম হিজরী সনের 9 যিলহজ্জ শুক্রবার আরাফাতে জাবাল রহমত ( রহমতের পাহাড়) এ দাঁড়িয়ে মহানবী স: প্রায় দু’লাখ সাহাবীর সমাবেশে যে বিখ্যাত ভাষণ প্রদান করেন তা-ই বিদায় হজ্জের ভাষণ নামে পরিচিত। এ ভাষণে ইসলামের মৌল বৈশিষ্ট্যগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে।
ইসলামের মৌলিক বৈশিষ্ট্য: রাসূল সা: এর বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে ইসলামের যেসব মৌল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো-
১। ব্যক্তিস্বাধীনতা: মহানবী সা: বিদায় হজ্জের ভাষণের শুরুতেই বলেন, ইসলামে ব্যক্তিস্বাধীনতা সর্ববোতভাবে স্বীকৃত। মানুষের ধন-প্রাণ পরস্পরের কাছে পবিত্র আমানত। এর ওপর অন্যায় হস্তক্ষেপ ইসলামের নীতিবিরুদ্ধ জঘন্য অপরাধ। কেননা ব্যক্তিস্বাধীনতা
ইসলামের একটি মৌল বৈশিষ্ট্য।
২। কৃতকর্মের জবাবদিহিতা: প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের জন্য একদিন আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। ইহকালীন জীবন শেষ করে একদিন সকল মানুষকে মহান প্রভুর সামনে হাজির হতে হবে। তখন প্রত্যেককে তার নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে। এটাও ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।
৩। ভ্রাতৃত্ববোধ: ‘ মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই’। এ মহান বাণী উদাত্ত কণ্ঠে প্রচারিত হয়েছে বিদায় হজ্জের ভাষণে। এ ঐতিহাসিক ভাষণে ঘোষিত হয়েছে-সকল মানুষ এক আদমের সন্তান। তাই মানুষ পরষ্পর ভ্রাতৃবৎ। জনৈক ইংরেজ কবির ভাষায়-
No distance
breaks the tie of blood,
Brothers are
brothers ever more.
তাইতো মহানবীর উক্তি- “ আর সকল মুসলমানকেই লইয়া এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসমাজ
(One brotherhood)। ’’
৪। নর-নারীর অধিকার: বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে মহানবী সা: নর-নারীর অধিকার সম্পর্কে সুষ্পষ্ট ব্যাখ্যা দেন। তিনি বলেছেন, আল্লাহর চোখে সকলেই সমান। নারীর ওপর পুরুষের যেরুপ অধিকার, পুরুষের ওপর নারীরও সেরূপ অধিকার রয়েছে।
৫। সমঅধিকার: রাসূলুল্লাহ স: আরো বলেন, ইসলাম মানুষের সমঅধিকারের পরিপোষক। এ কারণেই নির্দেশ রয়েছে, মনিব যেরূপ খাদ্য গ্রহণ করবে, যেরূপ পোশাক পরিধান করবে, ক্রীতদাস-দাসীদেরও সেরূপ খাদ্য ও পোষাক দিতে হবে।
৬। গণতন্ত্রের স্বীকৃতি: রাসূল সা: বিদায় হজ্জের ভাষনে বলেছেন, নাক-কাটা কৃষ্ণাঙ্গও যদি নেতা মনোনিত হয় তাহলে তার আনুগত্য প্রকাশ করতে হবে। কারণ ইসলাম কুল-মর্যাদা বা বংশ-গৌরবে বিশ্বাসী নয়। ইসলাম গণতন্তের নীতিতে বিশ্বাসী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন