এক বৃদ্ধের তওবার কাহিনী
এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে এলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি বার্ধক্যের উপনীত এক ভয়ঙ্কর পাপী, ফেলে আসা জীবনের দিনগুলিতে ফিরে তাকালে কোথাও কোনো ভালো কাজের অস্তিত্ব খুঁজে পাই না।
সব ধরনের গুনাহ, অত্যাচার, পাপাচার আর অবাধ্যতা দিয়ে আমার সারাটা অস্তিত্ব ঠাসা। এমন কোনো পাপকর্ম নেই যা আমি করি নাই। আমার তওবা কি কবুল হবে? আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন?
রাসূল সা: ইরশাদ করলেন, যাও, তোমার তওবার কারণে তোমার সকল গোনাহ আল্লাহ্ মাফ করে দিয়েছেন।
বৃদ্ধ লোকটি বিশ্বাস করতে পারছিল না। বিস্ময় ঝড়ে পড়ল তার জিজ্ঞাসায়,
اغد راني و فجراني
আমার সকল পাপাচার, সকল অন্যায় মাফ করে দিয়েছেন?
তিনি জবাব দিলেন,
غدرا نك وفجرانك
হ্যাঁ, তোমার সকল গুনাহ ও সকল অন্যায় মাফ করেছেন।
এরপরও বৃদ্ধের বিশ্বাস হচ্ছিল না, আবারও বলতে লাগলেন
,اغد راني و فجراني
আবারও রাসূল সা: একই উত্তর দিলেন। তৃতীয়বার বৃদ্ধ আবারও একই প্রশ্ন করলে আল্লাহর রাসূল সা: একই জবাব দিয়ে বললেন, হাঁ, তোমার সব গুনাহ, সব অন্যায় আল্লাহপাক ক্ষমা করে দিয়েছেন। এবার বৃদ্ধ বিস্ময় ও চমক লাগা আওয়াজে স্বগতোক্তির মতো বলতে লাগল, আহা! আমার মাওলা! তুমি এত চমৎকার! আমার তো জানাই ছিল না যে, তুমি এত বড় দয়ার সাগর ওয়ালা, তুমি বড় ক্ষমাশীল।
সব ধরনের গুনাহ, অত্যাচার, পাপাচার আর অবাধ্যতা দিয়ে আমার সারাটা অস্তিত্ব ঠাসা। এমন কোনো পাপকর্ম নেই যা আমি করি নাই। আমার তওবা কি কবুল হবে? আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন?
রাসূল সা: ইরশাদ করলেন, যাও, তোমার তওবার কারণে তোমার সকল গোনাহ আল্লাহ্ মাফ করে দিয়েছেন।
বৃদ্ধ লোকটি বিশ্বাস করতে পারছিল না। বিস্ময় ঝড়ে পড়ল তার জিজ্ঞাসায়,
اغد راني و فجراني
আমার সকল পাপাচার, সকল অন্যায় মাফ করে দিয়েছেন?
তিনি জবাব দিলেন,
غدرا نك وفجرانك
হ্যাঁ, তোমার সকল গুনাহ ও সকল অন্যায় মাফ করেছেন।
এরপরও বৃদ্ধের বিশ্বাস হচ্ছিল না, আবারও বলতে লাগলেন
,اغد راني و فجراني
আবারও রাসূল সা: একই উত্তর দিলেন। তৃতীয়বার বৃদ্ধ আবারও একই প্রশ্ন করলে আল্লাহর রাসূল সা: একই জবাব দিয়ে বললেন, হাঁ, তোমার সব গুনাহ, সব অন্যায় আল্লাহপাক ক্ষমা করে দিয়েছেন। এবার বৃদ্ধ বিস্ময় ও চমক লাগা আওয়াজে স্বগতোক্তির মতো বলতে লাগল, আহা! আমার মাওলা! তুমি এত চমৎকার! আমার তো জানাই ছিল না যে, তুমি এত বড় দয়ার সাগর ওয়ালা, তুমি বড় ক্ষমাশীল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন