ছড়াঃ হচ্ছেটা কি?

হচ্ছেটা কি

হচ্ছেটা কি আমার দেশে ভেবে দেখ ভাই,
চারদিকে সুনা যাচ্ছে শুধু হায় হায়।
হচ্ছেটা কি রাজনীতিতে শুধুই মারা মারি,
মিটিং মিছিলের টাকা নিয়ে হচ্ছে কাড়া কাড়ি।
হচ্ছেটা কি বাংলাদেশে চিন্তা করো ভাই,
চারদিকে হা হা কার শান্তি কোথাও নাই।
হচ্ছেটা কি আদালতে একটু ভাবো ভাই,
আসামিরা নিদোর্ষ হয়েও জেল হয় তাদের ঠায়।
৯০% মুসলিম হলো আমার বাংলাদেশে ,
নাস্তিকদের তৎপরতা সেখানে নেই শেষ।
একের পর এক অপমান সইছে মুসলমান,
সইসইতে মুসলমানরা হারাচ্ছে ঈমাণ।
হচ্ছেটাকি প্রশাসনে শুনার বাংলাদেশে,
নিরঅপরাধ আলেম উলামা জেলে জাচ্ছে শেষে।
ইসলাম নিয়ে কথা বল্যে হইবো মৌলবাদ,
ধরে নিয়ে সরকার দিবে জংগীল অপবাদ
শত শত আওলিয়ারা শুয়ে আছে দেশে,
বিশ্ব নবীকে ব্যংগকরে নাস্তিক ঘুরছে হেসে।
জার অসিলায় সৃষ্টি সবি জার অসিলাই ভূবণ,
সেই নবিকে অপমাণ করে নাস্তিক করছে সৃজন

আমার ব্লগে যুক্ত হতে, এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী