'কুরবানী' (قربان) নিয়ে কিছু কথা

কোরবানী ' (قربان) নিয়ে কিছু কথা
মুহাম্মাদ রায়হান রাযী 
আজ জিলহজ মাসের দ্বিতীয় দিন। আগামী ১০ জিলহজ ১৩/৯/১৬, মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা। আযহা (اضحا) অর্থ ত্যাগ, আর ঈদ মানেই খুশি। কুরবানী মূলত আরবী শব্দ; যার ব্যবহার আরবীতে (قربان) অর্থাৎ, "নৈকট্যসাধন"। কুরবানী আদম আ.-এর যুগ থেকে শুরু হয়েছিল। তাই বলা যায় প্রত্যেক শরীয়তেই কুরবানী ছিল। তবে আমাদের শরীয়তের অনেক বিধান ইবরাহীম আ. থেকে এসেছে। যেমন কুরআনে ঘোষণা হয়েছে- (ملت ابيكم إبراهيم) অর্থাৎ হে উম্মতে মুহাম্মাদী ! তোমরা তোমাদের পিতা ইবরাহীমের ধর্মে কায়েম থাক। (আল-কুরআন) অর্থাৎ হজ, কুরবানী, খাতনা এবং মেয়েদের সাজসজ্জার জন্য কানে গহনা এবং পায়ে নূপুর ইত্যাদি বিষয়ে আমরা ইবরাহীম আ.-এর সুন্নাতের অনুসরণ করি। 'কুরবানী' সম্পর্কে কুরআন ও হাদীসে ইবরাহীম আ.-এর চমৎকার একটি ঘটনা রয়েছে।
লেখক: তরুণ আলেম। 
লেখকের সাথে ফেসবোকে যুক্ত হন ক্লিক করুন

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী