ছড়া

মিনহাজ উদ্দীন
ঈদের দিনে
ঈদের দিনে উঠবো জেগে
শুভ্র-সাদা ভোরে,
গোসল সেরে ঘুরবো আমি 
নতুন জামা পড়ে। 

আমার গায়ের পথটি ধরে
আসবো ঈদের মাঠে,
গরীব দুখীর দ্বারে দ্বারে
যাবে আমি হেটে। 

খবর নেবো তাদের আমি
কেমন আছেন তারা,
নতুন কাপড় কিনে দিবো
বস্ত্রহীণ যারা। 

আমার আছে অনেক জামা
ইচ্ছেমতো পরি, 
একটিও নেই যাদের বসণ
তাদের চিন্তা করি?
তোমার আমার মতো ভবে
তারাওতো ভাই মানুষ,
মত্ত হয়ে ভোগ-বিলাশে
তুমি কেন বেহুশ। 

ঈদের দিনে মোদের পণ
যাবো তাদের ঘরে,
দুঃখ তাদের ঘুচিয়ে দেবো
হৃদয় উজাড় করে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোরবানীর আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, কোরবানীর সূচনা।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন।

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী