বাংলার বাঘঃ
তিনিই হলেন আবুল কাশেম ফজলুল হক। সংক্ষেপে এ.কে. ফজলুল হক, যাঁকে ’বাংলার বাঘ’ উপাধি দেওয়া হয়েছে। তিনি ১৮৭৩ সালের ২৬ শে অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৭ শে এপ্রিল ইন্তিকাল করেন। অর্থাৎ তিনি এই পৃথীবিতে ৮৯ বছর বেঁচেছিলেন। তাঁর তিন বিষয়ে ডিগ্রী ছিল। উদাহরণসরূপ, গণিত, পদার্থবিদ্যা একং রসায়ন, এবং তিনি ১৮৯৭ সালে গণিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। বাল্যকাল থেকেই ফজলুল হক সাহসী এবং মেধাবী ছিলেন। তিনি ছিলেন একজন মহান নেতা, বড় আইনবীদ এবং গরীবের মহান ও মহৎ বন্ধু। তিনি একজন শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন। ইনি সেই এ.কে. ফজলুল হক যিনি নিষ্ঠুর বৃটিশ ও হিন্দুদের বিরুদ্ধে সাহসিকতার সাথে সংগ্রাম করেছিলেন। তিনি এমন আইন প্রণয়ন করেছিলেন যা দরিদ্র (গরীব) মুসলিম কৃষকদের সুদখোরদের হাতের মুষ্টি হতে রক্ষা করেছিলেন। শিক্ষার আলো ছড়ানোর জন্য তিনি মুসলিম শিক্ষা তহবিল ও বৃত্তি চালু করেছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল: কলকাতা ইসলামিয়া কলেজ, ইডেন কলেজ, ফজলুল হক হল, সেন্ট্রাল মহিলা কলেজ, বাংলা একাডেমী, তেজগাঁও কৃষি কলেজ ইত্যাদি ঢাকায় এবং বরিশালে চাখার কলেজ স্থাপন করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন